১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি আশেক উল্লাহকে বিদায় সংবর্ধণা


কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্থতম সময় অতিবাহিত করেছেন। সর্বশেষ তাঁকে বিদায় সংবর্ধণা দেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ। ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিব উদ্দিনের বাসায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি শাহীন মাহামুদ, সহসভাপতি খুদরত ই খূদা, ইকবাল গণি চৌধুরী, ইমতিয়াজ হাসান, সিনিয়র সদস্য বুলবুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজী ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, আনোয়ারুল খান দীপু, মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবু, যুবনেতা রেজাউল করিম চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধণার জবাবে আশেক উল্লাহ রফিক বলেন, প্রবাসের প্রিয় ভাইদের আন্তরিকতায় আমি অভিভূত। তবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের ব্যাপারে তিনি সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে ভোজ অনুষ্ঠানে মিলত হন।
পরে সংবর্ধিত অতিথি ফ্লোরিডা ত্যাগ করে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। সেখানে কক্সবাজার সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন এমপি আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেওয়ায় উক্ত দুই তরুণ সাংসদকে তাঁরা সংবর্ধিত করেন।
উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশন শেষ করে ফ্লোরিডায় যান আশেক উল্লাহ রফিক এমপি। এর পর ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবুর বাসায় নৈশভোজ এবং স্থানীয় আওয়ামী লীগনেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরের দিন ‘হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন বাংলাদেশে’র পক্ষ থেকে সংবর্ধিত হন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।