১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি আশেক উল্লাহকে বিদায় সংবর্ধণা


কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্থতম সময় অতিবাহিত করেছেন। সর্বশেষ তাঁকে বিদায় সংবর্ধণা দেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ। ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিব উদ্দিনের বাসায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি শাহীন মাহামুদ, সহসভাপতি খুদরত ই খূদা, ইকবাল গণি চৌধুরী, ইমতিয়াজ হাসান, সিনিয়র সদস্য বুলবুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজী ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, আনোয়ারুল খান দীপু, মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবু, যুবনেতা রেজাউল করিম চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধণার জবাবে আশেক উল্লাহ রফিক বলেন, প্রবাসের প্রিয় ভাইদের আন্তরিকতায় আমি অভিভূত। তবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের ব্যাপারে তিনি সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে ভোজ অনুষ্ঠানে মিলত হন।
পরে সংবর্ধিত অতিথি ফ্লোরিডা ত্যাগ করে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। সেখানে কক্সবাজার সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন এমপি আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেওয়ায় উক্ত দুই তরুণ সাংসদকে তাঁরা সংবর্ধিত করেন।
উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশন শেষ করে ফ্লোরিডায় যান আশেক উল্লাহ রফিক এমপি। এর পর ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবুর বাসায় নৈশভোজ এবং স্থানীয় আওয়ামী লীগনেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরের দিন ‘হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন বাংলাদেশে’র পক্ষ থেকে সংবর্ধিত হন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।