যুক্তরাষ্ট্র সফররত মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে সংবর্ধণা প্রদান করেছেন ফ্লোরিডার স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন বাংলাদেশ’।
সংগঠনের চেয়ারম্যান ডা.ইফতেখার উদ্দিন মাহমুদ মিনারের বাড়িতে, বাংলাদেশ সময় ১৭ ফেব্রুয়ারি রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোভা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. সুলতান সালাউদ্দিন আহমেদ, ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা.অভিজিৎ বড়ুয়া, টিভা ফার্মাসিউটিক্যালের বিজ্ঞানী আব্দুর রাজ্জাক, আখরোট ক্রিক কমিউনিটি কাউন্সিলের বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য আলী মঞ্জু, ‘হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন বাংলাদেশ’র বোর্ড সদস্য মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবু প্রমূখ।
সংবর্ধণার জবাবে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, প্রবাসে থেকেও হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা দেশ প্রেমের বিরল-ব্যতিক্রম নজির দেখালেন। তবে সদিচ্ছা, দেশপ্রেম থাকলে কোনকিছুই অসাধ্য নয়। এর আগে তিনি উপস্থিত সকলের সঙ্গে কৌশল বিনিময় করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।