৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ফাইনালে নবারুন সংঘ বনাম চকরিয়া পৌর ভলিবল সমিতি

আজ সন্ধ্যা ৭-০ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা ভলিবল লীগ-২০১৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি ফ্ল্যাড লাইটের আলোতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে একদিকে অংশগ্রহণ করবে গত আসরের চ্যাম্পিয়ন নবারুন সংঘ এবং অন্যদিকে অংশগ্রহণ করবে চকরিয়া পৌর ভলিবল সমিতি। উক্ত ফাইনাল খেলা ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এবং জেলা আওয়ামীলীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এ.কে. আহমদ হোসাইন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভলিবল পরিষদের সভাপতি ড. অনুপম সাহা। জেলা ভলিবল লীগের ১ম সেমিফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নবারুন সংঘ, বৃহত্তর খুটাখালী ভলিবল ক্লাবকে ৩-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অপর ২য় সেমিফাইনাল ম্যাচে চকরিয়া পৌর ভলিবল সমিতি, সুলতান আহমদ স্মৃতি সংসদকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এদিকে ২টি দলের দুটি উপভোগ্য ম্যাচ উপভোগ করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন ও অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, ভলিবল সম্পাদক ও ডিএসএ সদস্য আমিনুল ইসলাম মুকুল, সদস্য রাশেদ হোছাইন নান্নু, জসিম উদ্দিন, আলী রেজা তসলীম, শাহীনুল হক মার্শাল, খালেদ মোঃ আজম বিপ্লব, রতন দাশ, হেলাল উদ্দিন কবির, আজমল হুদা, প্রমূখ। রেফারীর দায়িত্ব পালন করেন, পরেশ কান্তি দে, ফরিদুল আলম, আবু বক্কর সিদ্দিক, আমিনুল হক, নুরুল আলম, তপন কুমার শর্মা, গিয়াস উদ্দিন। আজকের  প্রতিদ্বন্দ্বিতাপূণ ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য ক্রীড়ামোদীদের সন্ধ্যা ৭-০ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও ভলিবল সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।