১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করেই কক্সবাজারে পরিকল্পিত উন্নয়ন সম্ভব

DSC01037
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করেই কক্সবাজারে পরিকল্পিত উন্নয়ন সম্ভব। আর এ উন্নয়নের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটবে। গতকাল মঙ্গলবার কক্সবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাওদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা )  আয়োজিত পরিবেশগত বিষয়ে কক্সবাজারে সাম্প্রতিক জনস্বার্থে মামলা শীর্ষক পরামর্শক সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও কথিত ৫১ একর ও উত্তরণ গৃহায়ন সমবায় সমিতিতে কিভাবে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত আছে তা বোধগম্য নয়। পাশাপাশি বাকঁখালী নদীর অবস্থাও একই। তাই এ ব্যাপারে দ্রু ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা। সভার শুরুতে লিখিত বক্তব্যে বাপা’র জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, পাহাড় কেটে গড়ে তোলা উত্তরণ আবাসন প্রকল্পে বেলা কর্তৃক দায়েরকৃত মামলায় উত্তরণ কর্তৃপক্ষের আপিল আবেদন সম্প্রতি সপ্রীমকোর্টের আপীল বিভাগের পূর্ণ বেঞ্চ হারিজ করে দিয়েছে। এটা কক্সবাজারবাসীর জন্য বিরাট একটা সাফল্য। তাই এর জন্য বেলাকে ধন্যবাদ জানাতেই হয়। একই ভাবে সব বক্তারা পরিবেশ ষংরক্ষণে কক্সবাজারবাসীর পাশে দাঁড়ানোর জন্য বেলাকে ধন্যবাদ জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশনেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার সিভিল সোসাইটির সহসভাপতি প্রকৌশলী কানন পাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, পৌর কাউন্সিলর আকতার কামাল, সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি, বাংলা ভিশনের কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকন, চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের জেলা সভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুন, দুদক কক্সবাজারের পিপি এডভোকেট আব্দুর রহিম, সুজন কক্সবাজারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সমাজ সেবক ছানাউল্লাহ , নাজিম উদ্দিন, ঠিকাদার সাখাওয়াত হোসেন, বেলা’র নেটওয়ার্ক মেম্বার মো: হাসান, সেভ দ্যা নেচার কক্সবাজারের সভাপতি কল্লোল চৌধুরী, একুশে টিভি’র কক্সবাজর প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক সুপ্রভাতের কক্সবাজার প্রতিনিধি দীপন বিশ্বাস, দৈনিক বাকঁখালীর স্টাফ রিপোর্টার মো: শফিক ও এডভোকেট মিজবাহ উদ্দিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।