১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

প্রস্তুত ৬ জল্লাদ

Jail-jollad-THEREPORT24

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরে ছয় জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে।তাদের নেতৃত্বে রয়েছেন জল্লাদ রাজু। অন্যরা হলেন- পল্টু, সাত্তার, রিপন, রনি ও মাসুদ।

কারা সূত্র জানায়, জল্লাদদের এই ছয় জনের মধ্যে ফাঁসির মঞ্চে রাজু, পল্টু ও সাত্তারকে রাখা হতে পারে। তাদের মধ্যে যেকোনো একজন কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করবেন।

এ দিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে শনিবার বিকাল থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলকাসহ রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যা থেকে কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কারাগারের নিরাপত্তা জোরদারে সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে বেশকিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে কারাগার সংলগ্ন ভবনগুলোর ছাদে যেন কেউ অবস্থান করতে না পারে সেজন্য প্রত্যেকটি ছাদে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ শনিবার দুপুরে কেন্দ্রীয় কারাগারে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুর সোয়া একটার দিকে দু’জন ডেপুটি জেলার আদেশটি মন্ত্রণালয় থেকে নিয়ে যান।

এর পর শনিবার বিকেলে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সঙ্গে কারাগারে দেখা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।