৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলঃ ড.নদভী এমপি


চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক,সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের সফল কান্ডারী, প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার ও শিক্ষাবান্ধব সরকার। এ সরকার জনগণের এবং দুঃখী মানুষের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রুল মডেল। বর্তমান সরকারের আমলে শিক্ষা, চিকিৎসা,কৃষি, রাস্তাঘাটসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সারাদেশের ন্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৯ জানুয়ারী সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার অভ্যন্তরীণ মাঠে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। উন্নয়ন মেলার স্লোগান ছিল উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মুলমন্ত্র।শেখ হাসিনার দর্শক বাংলাদেশের উন্নয়ন। শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন। অনুষ্টানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ফিজনূর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুল আবছার। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ লোহাগাড়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আনোয়ার কামাল,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম । অনুষ্টানে উপস্হিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) সাইফা আফরিন কচি। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এলাকার উন্নয়নমুলক কর্মকান্ড গুলো তুলে ধরেন বক্তব্যে রাখেন তারা হলেন যথাক্রে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, কৃষি অফিসার মোহাম্মদ শামিন হোসেন, উপজেলা স্বাস্হ্য প.প.কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নছর মোহাম্মদ হাচ্ছান, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন সমাজেসা অফিসার অভিজিৎ সাহা, পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ ইউনুছ, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী,চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নিবাস দাশ সাগর, উপজেলা আওয়ামীলীগ নেতা এসএম আবদুল জব্বার, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আরমান বাবু রুমেল, লোহাগাড়া উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জহির উদ্দিন, যুবলীগ নেতা আবছার উদ্দিন,মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান, সাংসদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ শাহেদুল ইসলাম , বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু রিটন বড়ুয়া রোনা, যুগ্ন আহবায়ক একেএম পারভেজ, যুবলীগ নেতা মোহাম্মদ হারুনুর রশিদ, চরম্বা ইউপির ১ নং প্যানেলে চেয়ারম্যান ও ইউপি সদস্য মোহাম্মদ সোলাইমান, জয়নাল আবেদীন মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, সালা উদ্দিন সিকদার মেম্বারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। অনুষ্টানে উন্নয়ন মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন স্হানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।