১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২ | ১৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছেঃ ড.নদভী এমপি


চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণতার পথে এবং বিশ্বে আজ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর দৃঢ় ও সাহসী ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী ও ডিজিটাল অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। যার সুফল অচিরেই কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামবাসী ভোগ করবে। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদের কারণে উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়। এরা দেশ ও জাতির শত্রু। সুতরাং এদের পশ্রয় না দিয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে দেশ ও জাতির এসব শত্রুদের নির্মূল করা সম্ভব। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে যেকোন দেশ ও জাতি উন্নতির উচ্চ শিখরে অবস্থান করে থাকে। সকলে নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজ থেকে অপরাধ প্রবনতা কমতে বাধ্য এবং সমাজের খারাপ লোকদের বয়কট ও ঘৃণা করলে খারাপ কাজ করার প্রবনতা কমে যাবে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
১৩ মে ২০১৭ইং শনিবার দুপুর ২টায় সাতকানিয়া উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কেরানীহাট জিসি-খাগরিয়া ভোরবাজার জিসি সড়ক মেরামত কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপরোক্ত কথাগুলো বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোনাফ চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, মোহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ, আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান এইচ.এম হানিফ, নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হারেছ মোহাম্মদ, উপজেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও স্থানীয় সাংসদের সহকারি একান্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহাদাৎ হোসেন শাহেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।