৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় যাবেন ইউরোপীয় আ’লীগ নেতারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের আনবিক শক্তি কমিশনের এক সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা যাচ্ছেন ২৯ মে। ৩০ মে আনবিক শক্তি কমিশনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

২৯ মে সন্ধ্যা ৭ টায় অস্ট্রিয়া গ্র্যান্ড হোটেল বলরুমে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। ৩০ মে রাত ৮ টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দ্যেশে অস্ট্রিয়া ত্যাগ করা কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে যাচ্ছেন ইউরোপ আওয়ামী লীগের বিভিন্ন দেশের নেতারা। অস্ট্রিয়া প্রবাসী সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম , অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির জানান, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ,সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ,জার্মান আওয়ামী লীগ সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালি আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জাহাঙ্গীর ফারাজী, কিটন সিকদার ,ফ্রান্স আওয়ামী লীগ এর সাবেক সভাপতি নাজিম উদ্দিন, বেনজীর আহমেদ সেলিম, একাংশের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ফ্রান্সের একাংশের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সমপাদক জাহাঙ্গীর চৌধুরী রতন , হল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, পর্তুগাল এর সাবেক সভাপতি রফিক উল্লাহ, সবপোরী জহিরুল আলম জসিম ,সাধারণ সম্পাদক শওকত ওসমান, সুইডেন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হাসান , সাধারণ সম্পাদক লাভলু মনোয়ার , হেদায়েতুল ইসলাম শেলী ফিনল্যান্ড আওয়ামী লীগ সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম , নরওয়ে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান , ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, গ্রিস আওয়ামী লীগ সভাপতি রাকিব মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ মাদবর, মোশারফ হোসেন লিয়াকত,সুইজারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, খলিলুর রহমান, মহসিন উদ্দিন আমজাদ চৌধুরী ,স্পেন আওয়ামী লীগ সভাপতি শাকিল খান পান্না, সাধারণ সম্পাদক জহিরুল নয়ন, দুলাল সাফা, রিজভী আলম, জাকির হোসেন, আয়ারল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কিবরিয়া হায়দার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।