১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

প্রথম নারী সভাপতি হলেন কাজল, সম্পাদক সাজু

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে কক্সবাজার জেলায় প্রথম বারের মত ইউনিয়ন আওয়ামীলীগের নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফ জাহান কাজল। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা শাহ জাহান সাজু।
গতকাল শনিবার  সকাল ১০ টার দিকে মরিচ্যার জিএম কমিউনিটি সেন্টারে শুরু হয় সম্মেলন। সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
সভাপতি পদে আশরাফ জাহান চৌধুরী কাজল আনারস প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরদিকে শাহ জাহান সাজু ১৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলম চৌধুরী।
এ ছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রণজিত দাশ, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও জেলা আওয়ামীলীগনেতা ইউনুছ বাঙালী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
সম্মেলেনের সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি ও সাবেক মেম্বার মো. ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।