১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

পোকখালী পানি ব্যবস্থাপনা সমিতির নির্বাচন স্থগিত

কক্সবাজার সদরের পোকখালী নাইক্ষ্যংদিয়া ও চৌফলদন্ডী পানি ব্যবস্থাপনা সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। ৮ এপ্রিল উক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কক্সবাজারস্থ ১ম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক ৬ এপ্রিল এক আদেশে সমিতির সার্বিক কার্যক্রম স্থিতাবস্থা বজায় রাখাসহ বিবাদীদেরকে ৩ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। উক্ত নির্দেশের প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসস্মতিক্রমে বৃহষ্পতিবার এ নির্বাচনে স্থগিতাদেশ দেন। মামলার বাদী হচ্ছেন সংশ্লিষ্ট এলাকার জনৈক আবু বক্কর ছিদ্দিক। নির্বানের চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভূক্ত না হওয়ায় সংক্ষুদ্ধ হয়ে তিনি এ মামলা দায়ের করেন। এতে বিবাদী করা হয় জেলা সমবায় অফিসের কর্মকর্তা মো. বখতেয়ার কামাল ও পরিদর্শক আবদুল্লাহসহ অন্য এক পরিদর্শককে। এদিকে নির্বাচনী প্রচারণার শেষ দিনে নির্বাচনে স্থগিতাদেশ আসায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জেলা সমবায় অফিসের কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. বখতেয়ার কামাল এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা সমবায় অফিসের পরিদর্শক আবদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তারা নির্বাচন স্থগিতের বিষয়টি স্বীকার করে বলেন, আদালত যেহেতু স্থিতাবস্থা বজায় রাখা ও ৩ দিনের মধ্যে জবাব দেবার আদেশ দিয়েছেন সেহেতু ৩ দিনের জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে নির্বাচন স্থগিত হওয়ায় সহ-সভাপতি পদের প্রার্থী (হাঁস মার্কা) আজিজুল হক রুবেল ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যে মুহুর্তে তারা নির্বাচনী প্রচারণা শেষ করতে যাচ্ছেন সে মুহুর্তে নির্বাচন স্থগিত হওয়ার খবরে তারা চরম হতাশ হয়েছেন। উল্লেখ্য, এ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বেশ কিছুদিন যাবত উৎসবমুখর পরিবেশ বিরাজ করে আসছিল। লিপলেট, পোস্টার ও ব্যানারের পাশাপাশি পত্র-পত্রিকা ও ফেইসবুকের মাধ্যমে অনেকে এ নির্বাচনের প্রচারণা চালিয়ে আসছিলেন। বর্তমান ও সাবেক অনেক জনপ্রতিনিধি এ নির্বাচনে প্রার্থী হওয়ায় নির্বাচনটির গুরুত্ব অনেকখানি বেড়ে গিয়েছিল। মহিলাসহ ৮১২জন ভোটার অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ভোট দিয়ে উপযুক্ত প্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় ছিলেন। ২০১১ সালে নবনির্মিত নাইক্ষ্যংদিয়া রাবার ড্যাম কেন্দ্রীক এ ব্যবস্থাপনা সমিতির যাত্রা শুরু হয়। গেল কমিটির সভাপতি ছিলেন জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আমান উল্লাহ ফরাজী। সেক্রেটারী ছিলেন পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম এবং সহ-সভাপতি ছিলেন পোকখালীর সাবেক চেয়ারম্যান আলহাজ¦ কবির আহমদ। নাইক্ষ্যংদিয়ায় রাবার ড্যামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।