৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:

পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২০ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্টিত হয়েছে। ১৮ জুন এই নির্বাচন অনলাইনে অনুষ্টিত হয়। এতে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী বায়তুল মোকাদ্দেস।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি-১ মোহাম্মদ রেজাউল করিম, সহ সভাপতি-২ জি এম কাদের, সহ সভাপতি-৩ জয়নাল আবেদীন, সহ সভাপতি-৪ ইউসুফ আকবর, সহ সভাপতি-৫ এইচ এম রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহিনুল কবির আপেল, সহ যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ বেলাল উদ্দীন মণি, অর্থ সম্পাদক- মোহাম্মদ তানভীর, সহ -অর্থ সম্পাদক- নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ হাশেম, সহ- সাংগঠনিক সম্পাদক-শওকত হোসাইন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক-তাহসিন হামিদ ইয়াসিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-এস এম ছরওয়ার উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক-আবুল কাশেম মান্নান, সহ-প্রচার সম্পাদক-মোঃ রিদওয়ানুল ইসলাম হৃদয়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- আবদুল হালিম, সহ- সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- এস এম কফিল উদ্দীন রানা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-আপেল কান্তি সুশীল, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক- ওমর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক- মোঃ রাশেল, মৎস বিষয়ক সম্পাদক-শফিউল আলম।

১৮ জুন অনলাইনে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক জনাব ড. জাকির হাওলাদার। উক্ত নির্বাচনে কমিশনার হিসেবে চিটাগাং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব জনাব এস.এম. তৌহিদুল ইসলাম ও পেকুয়া কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ শামসুদ্দিন দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনকে সার্বক্ষণিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা মোঃ বেলাল উদ্দীন, আজিজুল হক, মোহাম্মদ মোস্তফা ও ইসমাইল খান। উপদেষ্টাগণ নব- নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং এই কমিটির মাধ্যমে সংগঠন আরোও শক্তিশালী হবে এবং অসহায় মানুষের পক্ষে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।