
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতি হবে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে। কিন্তু আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে মারার কালচার শুরু করে। এটা দুঃখজনক। এই অপরাজনীতির আর পুনরাবৃত্তি হবে না।’
গণভবনে মঙ্গলবার সকালে সর্বস্তরের মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সারা বছর সবার জীবন সুন্দরভাবে কাটুক এই কামনা করে শেখ হাসিনা বলেন, ‘৫ জানুয়ারি পর থেকে প্রায় ৯০-৯২ দিন জুলুম অত্যাচারের কম ঘটনা ঘটেনি। বাসে, ট্রেনে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে।’
রাজনৈতিক দল জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে রাজনীতি কেন করে বোধগম্য নয়- এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তাদের মানবিকতা নিয়ে এ সময় প্রশ্ন তোলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আন্দোলনের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার রাজনীতি আর পুনারাবৃত্তি হবে না।’
তিনি বলেন, ‘এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করায়, প্রতিরোধ গড়ে তোলায় এর উত্তরণ ঘটেছে।’
দেশের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত।’
এই সাফল্যের ধারা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী আবারও বলেন, ‘নতুন বছরে সবার জীবনে সুখ-শান্তিতে বয়ে আনুক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
 
			


 
									
			 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।