
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, বহু স্কুল-মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রশিদ আহমদ মিয়া আর নেই। তিনি গতকাল ২১ জানুয়ারি শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটের সময় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্নাল্লিলাহী……রাজিউন)। গতকাল শনিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় পালংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন সম্পন্ন করা হয়। মরহুম আলহাজ্ব রশিদ আহমদ মেম্বারের নামাজের জানাযায় হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেন। জানাযায় উপস্থিত হয়ে মরহুমের বর্ণাঢ্য জীবনী নিয়ে স্মৃতি চারণ করেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, সাবেক সংসদ সদস্য টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদল হক চৌধুরী, উখিয়া আওয়মীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, মরহুমের পরিবারের পক্ষে সংক্ষিপ্ত স্মৃতি চারণ করেন মরহুম রশিদ আহমদ মেম্বারের দ্বিতীয় পুত্র জাফরুল ইসালাম। জানাযায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল, উখিয়া আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এই ছাড়াও জানাযায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ দল-বল নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের মৃত আব্দুল গনির পুত্র। তিনি দুই স্ত্রী, পুত্র, কণ্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি একাধারে সমাজসেবক, পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার, উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় ও ফারিরবিল আলিম মাদ্রাসাসহ উপজেলার বহু শিক্ষা প্রতিষ্টানেরর প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।