১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

পানেরছড়ায় অবৈধ স্হাপনা উচ্ছেদ সহ বন্যপ্রাণী ধরার সরঞ্জাম জব্দ

জাহেদ হাসান:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জ পৃথক অভিযান চালিয়ে বনভূমিতে অবৈধভাবে স্হাপিত বসতি উচ্ছেদ করা সহ বিপুল পরিমাণ বন্যপ্রাণী ধরার ফাঁদের সরঞ্জাম জব্দ করেছে।

শনিবার (১৫ অক্টোবর)পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন এর নির্দেশনায় সংশ্লিষ্ট বিটের বিট কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে এলিফ্যান্ট রেসপন্স টিম ও উপকারভোগীদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায়,পানেরছড়া বিটের জনু মাতব্বর পাড়া এলাকায় বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বনবিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে দুটি ঘর ভেঙে গুড়িয়ে দেয়।এতে বন বিভাগের প্রায় ০.২০একর জায়গা জবরদখল মুক্ত হয়েছে।

অন্যদিকে একইদিন খবর আসে একটি বন্যপ্রাণী শিকারী সিন্ডিকেট ফাঁদ বসিয়ে বন্যপ্রাণী শিকার করে।সাথে সাথে বনবিভাগ সমিতিরঘোনা এলাকায় অভিযানে গেলে শিকারীরা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বন্যপ্রাণী ধরার ফাঁদ উদ্ধার করা হয়।

এবিষয়ে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন,গোপন সূত্রে জানতে পারি একটি বন্যপ্রাণী শিকারী সিন্ডিকেট ফাঁদ বসিয়ে বন্যপ্রাণী শিকার করে আসছিল এবং অন্যদিকে কিছু লোক বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিমান চালিয়ে বন্যপ্রাণী শিকার করার সরঞ্জাম জব্দ ও দুটি ঘর উউচ্ছেদ করা হয়েছে।তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।