২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

পাগলির বিল রাবারড্যামের রাবার ব্যাগ পরিবর্তন করতে না পারায় ৫/৬হাজার একর চাষাবাদ হচ্ছেনা

20161016_085845
কৃষির অপার সম্ভাবনাময় এলাকা উখিয়ার পাগলির বিল,যার গুরুত্ব বিবেচনা করে বিগত ২০০৫ সালে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও স্থানীয় সচেতন ব্যক্তিদের সহায়তায় রেজুর খালের মোহনায় ৪/৫ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম স্থাপন করা হয়।পরবর্তী শুস্ক মৌসুম হতে চাষাবাদের অাওতায় অাসে রামু উপজেলার দারিয়ার দীঘি,বড়ঢেবা,উখিয়া উপজেলার পাগলির বিল,হালুকিয়া,ছায়া খোলা,উত্তর বড় বিল,
> লেংগুর বিলসহ প্রায়৫/৬ হাজার একক জমি এই রাবারড্যামের পানিতে শুস্ক মৌসুমে চাষাবাদ হয়।রাবারড্যামের ড্রেইন নির্মাণ,রাস্তা ব্রীক সলিনসহ বিভিন্ন অবকাঠামো সংস্কার ও নির্মাণ করা হয়। কিন্তু বিগত ১০ বছর অাগে নির্মিত এই রাবারব্যাগটি ৩ বার মেরামত করে চাষাবাদ করার কারণে প্রায় অকেজো হয়ে গেছে।যার ফলে অাগামী বুরো মৌসুমের অাগে অনেক লেখালেখি করার পরও রাবারব্যাগটি পরিবর্তন করা না যাওয়ায়প্রায় ৫/৬ হাজার একক জমি অনাবাদি থেকে যাবে। ফলে কৃষকদের অপূরনীয় ক্ষতি সাধিত হবে।এব্যাপারে পাগলির বিল সিকদার পাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি( পাবসস) এর সভাপতি রাশেল অাবছার সওদাগর ও সাধারণ সম্পাদক হাজী ছৈয়দ হোসাইনের কাছে জানতে চাইলে তারা জানান,রাবারব্যাগ পরিবর্তনের অাবেদন ও খাল খননের জন্য অামরা উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছি যদি রাবারব্যাগ পরিবর্তন করে খাল খনন করা হয়,তাহলে ধান চাষের পাশাপাশি মাছ,সবজি চাষসহ ব্যাপক উন্নয়ন মুলক চাষাবাদ করে কৃষি অর্থনীতিতে অবদান রাখা সম্ভব ।জানতে চাইলে উখিয়া উপজেলা প্রকৌশলী সুমন মোহাম্মদ জানান,রাবারব্যাগ পরিবর্তনের বিষয়টাকে গুরুত্বপুর্ণ বিবেচনা করে অামরা প্রধান কার্যালয়ে প্রেরন করেছি, তবে উন্নতমানের ব্যয়বহুল রাবারব্যাগটি বিদেশ থেকে অানতে হবে তাই সময় সাপেক্ষ হয়ে দাড়িয়েছে।তিনি বলেন, অামরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে অনেক চেষ্টা করেছি কিন্তু সস্ভব হয়নাই।কোনমতে এই মৌসুমে চাষাবাদ করা যায় কিনা পরীক্ষা করার জন্য,সমিতির নেতৃবৃন্দ গত১৮ নভেম্বর পরীক্ষা করে দেখেন কিন্তু ৩/৪ টি বড় বড় ছিদ্র থাকায় উক্ত রাবারব্যাগটি ফুলানো সম্ভব নয়।যার ফলে ৫/৬ হাজার একর ফসলি জমি অনাবাদি থেকে যাবে।ফলে কৃষকদের অপূরনীয় ক্ষতি হবে এবং কৃষি অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।অাগামীতে রাবারব্যাগটি পরিবর্তনের জন্য এলাকাবাসী অসংশ্লিষ্টদের অান্তরিক সহযোগীতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।