অাগামী ১০ মার্চ নাইক্ষ্যংছড়ির সীমান্ত হাট ও ঘুমধুম স্থল বন্দরের নির্ধারিত জায়গা পরিদর্শন করতে অাসছেন বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এরপর কক্সবাজার-ঘুমধুম রেললাইন প্রকল্পের অধিগ্রহণ করা জায়গাও পরিদর্শন করার কথা রয়েছে। নৌ-পরিবহন মন্ত্রীর অাগমনকে সামনে রেখে গতকাল বিকাল ৪ টার সময় ঘুমধুম ইউনিয়ন অাওয়ামী ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেক অালোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে। ঘুমধুম ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার(হারছ) এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক শাহ কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপেন্দ্র, যুগ্ন সম্পাদক সুবত বড়ুয়া,সহ-যুগ্ন সম্পাদক অাব্দু শুক্কুর,কৃষকলীগ সভাপতি গোলাম ছোবাহান(সিকদার)। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি জিশাসুল হক,সিনিয়র ছাত্রলীগ নেতা খাইরুল বশর (অাশেক),মনজুর অালম,সহ-সভাপতি বোরহান অাজিজ,সাধারণ সম্পাদক কাকন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি,শিমুল,অামিনসহ আওয়ামী-অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণ। প্রস্তুতি সভায় নৌপরিবহন মন্ত্রীর আগমন সফল করার লক্ষে আওয়ামীলীগ অঙ্গ- সহযোগী সংগঠন ও আওয়ামীলীগের পক্ষ থেকে পৃথক কর্মসূচীর মাধ্যেম বরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে নৌপরিবহন মন্ত্রীর ঘুমধুম ইউনিয়নে আগমনের খবরে আওয়ামীলীগ ,অঙ্গ -সহযোগী সংগঠন ও ঘুমধুমবাসীদের মাঝে খুশির জোয়ার বইছে। ঘুমধুম ইউনিয়ন অাওয়ামীলীগ সভাপতি খালেদ সরওয়ার(হারেছ) বলেন অপার সম্ভাবনাময় মায়ানমার সীমান্ত সংলগ্ন ঘুমধুমে অাগমন উপলক্ষে স্বাগত জানাতে পৃথক সংবর্ধনা ও স্টেজের মাধ্যমে মন্ত্রী মহোদয়কে বরণ করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।