২৩ আগস্ট, ২০২৫ | ৮ ভাদ্র, ১৪৩২ | ২৮ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিখোঁজ ৯দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং শামলাপুর সড়ক পাহাড়ি ঢালার ভেতর থেকে মোহাম্মদ (২০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ(২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড লেচুয়াপ্রাং শাহ আলম প্রকাশ বাদশা মিয়ার ছেলে।
শনিবার(২১ জানুয়ারি)বিকাল সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
নিহত ইজিবাইক চালক মোহাম্মদের বড় ভাই আমির হোসেন জানান, গত ১২ জানুয়ারি সকালে ইজিবাইক নিয়ে মোহাম্মদ বাড়িতে থেকে বের হওয়ার পর রাতে আর বাড়িতে ফিরে আসেনি। রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজা হয়েছে। সবর্শেষ শনিবার ২১ জানুয়ারি দুপুর সাড়ে ২টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর তার মরদেহ পাওয়া যায়।তিনি আরও জানান, মরদেহ পাওয়ার পর দেখা যায় মোহাম্মদের হাতের আঙুল ও গলা কেটে পেলা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান,খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।