৩১ অক্টোবর, ২০২৫ | ১৫ কার্তিক, ১৪৩২ | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিখোঁজ ৯দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং শামলাপুর সড়ক পাহাড়ি ঢালার ভেতর থেকে মোহাম্মদ (২০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ(২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড লেচুয়াপ্রাং শাহ আলম প্রকাশ বাদশা মিয়ার ছেলে।
শনিবার(২১ জানুয়ারি)বিকাল সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
নিহত ইজিবাইক চালক মোহাম্মদের বড় ভাই আমির হোসেন জানান, গত ১২ জানুয়ারি সকালে ইজিবাইক নিয়ে মোহাম্মদ বাড়িতে থেকে বের হওয়ার পর রাতে আর বাড়িতে ফিরে আসেনি। রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজা হয়েছে। সবর্শেষ শনিবার ২১ জানুয়ারি দুপুর সাড়ে ২টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর তার মরদেহ পাওয়া যায়।তিনি আরও জানান, মরদেহ পাওয়ার পর দেখা যায় মোহাম্মদের হাতের আঙুল ও গলা কেটে পেলা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান,খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।