২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২ | ২৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক শাইখুল হাদীস শাহ্ আহমদ শফি বলেছেন, মুসলমান নামধারী নাস্তিক, মুরতাদ ও ধর্মদ্রোহীরা আল্লাহর দুশমন। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আজীবন চলবে।

শুক্রবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দু’দিনব্যাপী শানে-রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমদ শফি বলেন, মুসলমানদের ঘরে ঘরে নামাজি মানুষ তৈরি করতে পারলে পরিবার ও সমাজে কোন অশান্তি থাকবে না। এসময় তিনি সকলকে প্রকৃত মুমিন ও নামাজি হওয়ার আহবান জানান।

চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সুহাইব নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শানে-রেসালত সম্মেলনের ১ম দিনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোজাফফর আহমদ।

আরো বক্তব্য রাখেন হেফাজত ইসলামের ঢাকা জামেয়া কাছেমুল উলুম মাদরাসার পরিচালক আল্ল¬ামা জুনাইদ আল হাবিব, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা তোফাজ্জল হক সিলেটী, ব্রাহ্মণবাড়িয়া জামেয়া দারুল আরকামের পরিচালক আল্লামা সাজেদুর রহমান, হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম ও কৃষক-শ্রমিক, মেহনতি-জনতা কারো বিরুদ্ধে কোন দুর্নীতির প্রমাণ নেই। দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা না থাকার কারণে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারীরা বর্তমানে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।