১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ

নারীরা এগিয়ে যাওয়া মানি একটি পরিবার,সমাজ ও রাষ্ট এগিয়ে যাওয়াঃ মিসেস রিজিয়া রেজা চৌধুরী


চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর,প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সুযোগ্য সহধর্মিণী,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক,সাতকানিয়া-লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সফল সভানেত্রী, সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সভানেত্রী, নারী জাগরণের অগ্রদূত, মহিয়সী নারী, সাতকানিয়া-লোহাগাড়ার নারীদের বিশ্বস্হ অভিভাবক,নারী সমাজের অহংকার,বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী একান্ত সাক্ষাত কারে উক্ত প্রতিবেদককে বলেছেন,এদেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ হল নারী।নারীদেরকে বাদ দিয়ে এদেশ সমৃদ্ধশালী হওয়া সম্ভব নয়।আমাদের দৈনন্দিন প্রতিটি কাজে নারীর মতামত গ্রহণ,অংশগ্রহণ, ন্যায্যতা, সম অধিকার নিশ্চিত করতে হবে,তাহলে নারীর অধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন করা সম্ভব হবে। নারীরা এগিয়ে যাওয়া মানি, পরিবার,সমাজ ও রাষ্ট এগিয়ে যাওয়া। নারীর অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন,নারীরা একজন আর পিছিয়ে নেই, নারীরা অনেক এগিয়ে। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও দারিদ্রমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নারী সমাজের বিকল্প নাই।সাতকানিয়া-লোহাগাড়ার নারীরা আজ পুর্বের মত আর পিছিয়ে নাই। তারা এগিয়ে যাচ্ছে আগামীর সমৃদ্ধির পথে। তিনি সাতকানিয়া-লোহাগাড়ার নারীদের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রেখে তাদের উন্নয়নে পাশে থেকে সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।