১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

নাইক্ষ্যংছড়ি থেকে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)’র একটি টহল দল দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডেকুবুনিয়া পাড়ার ভালুকখাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বাংলাদেশী ওই ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ডেকুবুনিয়া পাড়ার মৃত্যু মোঃ হোসেনের পুত্র মোঃ আয়াছ (৩০) ও টেকনাফের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা মকতুল হোসেনের পুত্র মোঃ ইসমাইল (৩২)।

বিজিবি সুত্রে জানা যায়, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি টহল দল নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮-৪৯ পিলার এর মাঝামাঝি বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে পানের বরজে কাজ করতে যাওয়া উল্লেখিত ব্যক্তিদের ধরে নিয়ে যায় বলে জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, সীমান্ত এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যায়। উক্ত ব্যক্তিরা সেখানে পানের বরজে কাজ করত বলে এলাকার লোকজন জানায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর স্থানীয় ওয়ার্ড মেম্বার থেকে শুনেছি। তবে এখনো কারো কাছ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, বাংলাদেশ সীমান্তের ৪৮-৪৯নং পিলারের মাঝামাঝি এলাকা থেকে দুই বাংলাদেশী ধরে নিয়ে গেছে বলে শুনেছি। সীমান্ত সংলগ্ন কোন পাহাড়ী সশস্ত্র সংগঠন এ ঘটনা ঘটাতে পারে।

সূত্র- কক্সবাজার নিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।