২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০ আশ্বিন, ১৪৩২ | ২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নাইক্ষ্যংছড়ি থেকে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)’র একটি টহল দল দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডেকুবুনিয়া পাড়ার ভালুকখাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বাংলাদেশী ওই ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ডেকুবুনিয়া পাড়ার মৃত্যু মোঃ হোসেনের পুত্র মোঃ আয়াছ (৩০) ও টেকনাফের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা মকতুল হোসেনের পুত্র মোঃ ইসমাইল (৩২)।

বিজিবি সুত্রে জানা যায়, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি টহল দল নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮-৪৯ পিলার এর মাঝামাঝি বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে পানের বরজে কাজ করতে যাওয়া উল্লেখিত ব্যক্তিদের ধরে নিয়ে যায় বলে জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, সীমান্ত এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যায়। উক্ত ব্যক্তিরা সেখানে পানের বরজে কাজ করত বলে এলাকার লোকজন জানায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর স্থানীয় ওয়ার্ড মেম্বার থেকে শুনেছি। তবে এখনো কারো কাছ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, বাংলাদেশ সীমান্তের ৪৮-৪৯নং পিলারের মাঝামাঝি এলাকা থেকে দুই বাংলাদেশী ধরে নিয়ে গেছে বলে শুনেছি। সীমান্ত সংলগ্ন কোন পাহাড়ী সশস্ত্র সংগঠন এ ঘটনা ঘটাতে পারে।

সূত্র- কক্সবাজার নিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।