প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আন্তরিকতায় আজ পাহাড়েও নানা মূখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরতœ শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।
গতকাল শনিবার প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলীতে দোছড়ি খালের উপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন, ৩২ লাখ টাকা ব্যায়ে নির্মিত দোছড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিতব্য লেমুছড়ি বিজিবি ক্যাম্প-মিথংপাড়া রোড ভায়া কালুরঘাট-পাইনছড়ি-মুরঙ্গপাড়া সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন, আড়াই কোটি টাকা ব্যায়ে নির্মিত ক্রোক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতি: শ্রেণিকক্ষ, ভাল্লুক খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখ্যজাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহির মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজ এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচএডি) আওতায় ৭০ লাখ টাকা ব্যায়ে নির্মিত দোছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন। প্রায় ১৬ কোটি টাকার এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর ও উদ্বোধন শেষে তিনি বিকেল ৩টায় দোছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশের অগ্রগতি দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এখন স্বপ্ন নয় বাস্তবতা। তবে একটা কথা মনে রাখতে হবে আমাদের ক্ষমতার উৎস হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে আগামীতেও সরকার প্রধান হিসাবে বহাল রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ছেলে-মেয়েদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ও আন্তরিক হতে হবে। উচ্চশিক্ষা নয় আমরা চাই সুশিক্ষা। কারণ বর্তমান সরকার শিক্ষা বান্ধব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এলাকাবাসীকে সদা সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ির জনগণ অত্যন্ত শান্তিপ্রিয়। কিন্তু রামু বৌদ্ধ বিহার হামালা এবং সীতাকু-ে জঙ্গি দম্পতি মারা যাওয়ার ঘটনায় যখন নাইক্ষ্যংছড়ির নাম আলোচনায় আসে-তখন আমাদের দু:খ লাগে।’
দোছড়ি ইউনিয় পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো.হাবিবুল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি, পার্বত্য বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, জেলা পরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ক্যউচিং চাক এবং লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈল।
যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চুচো মং মার্মা। দিনব্যাপী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল, পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি এমএ আজিজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম তৌহিদ কবির ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহম্মদ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।