১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৮ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ

নাইক্ষ্যংছড়িতে শ্রদ্ধা, সংবর্ধনায় স্বাধীনতা দিবস উদযাপন


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যথাযথ মর্যাদায় গত রোববার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা, শিশুদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সুখী সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল বলেন, চেতনায় মুক্তিযুদ্ধ আদর্শে বঙ্গবন্ধুকে লালন করতে হবে সকল নাগরিককে তবেই আমাদের স্বাধীনতার কাংখিত সাফল্য অর্জিত হবে। আমাদের প্রতিটি আচরণে থাকবে স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা। বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে সামনের দিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সেই মূহুর্তে দেশকে পিছনের দিকে টানার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জঙ্গি হামলায় নাইক্ষ্যংছড়ি বাইশারীর নাম জড়িয়ে যাচ্ছে। স্বাধীনতা দিবসে জাতির পিতার চেতনায় আমাদের উদ্ভুদ্ধ হতে হবে, সোনার বাংলা গঠনের জন্য প্রশাসনের পাশাপাশি সর্বস্ত্ররের জনসাধারণকে জঙ্গি প্রতিরোধ এবং জঙ্গি লালনকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, থানা অফিসার ইনচার্জ এএইচ তৌহিদ কবির, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোশারফ হোসেন, এমপি প্রতিনিধি আলহাজ¦ খায়রুল বাশার, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ বশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক মো: শফি উল্লাহ, যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক, ডা: মোহাম্মদ ইসমাইল। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুস সাত্তার, সাবেক ছাত্রলীগ নেতা ছালামত উল্লাহ প্রমুখ।
এর আগে সকাল ৫.৫১মিনিটে ৩১বার তোপধ্বনির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম সরওয়ার কামালের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ, থানা অফিসার ইনচার্জ এএইচ তৌহিদ কবিরের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, সভাপতি রাজা মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, আহ্বায়ক ক্যউচিং চাক ও সদস্য সচিব মো: ইমরান মেম্বারের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, সভাপতি নুরুল আলম কোম্পানী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিএনপি, সভাপতি শামীম ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল বশর নয়নের নেতৃত্বে প্রেসক্লাব, সভাপতি বদুর উল্লাহ ও উবাচিং মার্মার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান।
পরে সকাল ৭.৪৫মিনিটে ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ। এরপর ধারাবাহিক ভাবে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও বীর মুক্তযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।