২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৮ আশ্বিন, ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

নবম ওয়েজবোর্ডের দাবিতে কক্সবাজারে মানববন্ধন, বিক্ষোভ

নবম ওয়েজ বোর্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। কেন্দ্রিয় কর্মসূচির আলোকে সারা দেশের ন্যায় আজ বুধবার কক্সবাজার প্রেস ক্লাব সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কক্সবাজারের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন, ‘ তথ্য মন্ত্রণালয় বিএফইউজের নেতাদের সাথে বৈঠকে গত ৩১ ডিসেম্বর নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। বরং তিনি আশ্বাস দিয়ে কথা না রেখে প্রতারণা করেছেন সাংবাদিকদের সাথে। ’

বক্তারা আরো বলেন, ‘সরকারি প্রত্যেক স্তরের কর্মকর্তা-কর্মচারিদের বহুগুণ বেতন বৃদ্ধি পেয়েছে । সেই সাথে জীবনযাত্রার মান বেড়েছে, পরিবর্তন হয়েছে আর্থসামাজিক অবস্থার। কিন্তু জাতির চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হয়নি। তাই ৯ম ওয়েজবোর্ড পাওয়া সাংবাদিকদের অধিকার। কিন্তু এ নিয়ে তথ্যমন্ত্রী নানা তালবাহানা করছেন। যা সাংবাদিক সমাজ মেনে নেবেন না। কেন্দ্রিয় কর্মসূচির আলোকে কক্সবাজারের সাংবাদিক রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। ’

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য আয়াছুর রহমান, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, সরওয়ার আজম মানিক, মোহাম্মদ জুনাইদ ও তৌফিকুল ইসলাম লিপু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।