১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

নবম ওয়েজবোর্ডের দাবিতে কক্সবাজারে মানববন্ধন, বিক্ষোভ

নবম ওয়েজ বোর্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। কেন্দ্রিয় কর্মসূচির আলোকে সারা দেশের ন্যায় আজ বুধবার কক্সবাজার প্রেস ক্লাব সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কক্সবাজারের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন, ‘ তথ্য মন্ত্রণালয় বিএফইউজের নেতাদের সাথে বৈঠকে গত ৩১ ডিসেম্বর নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। বরং তিনি আশ্বাস দিয়ে কথা না রেখে প্রতারণা করেছেন সাংবাদিকদের সাথে। ’

বক্তারা আরো বলেন, ‘সরকারি প্রত্যেক স্তরের কর্মকর্তা-কর্মচারিদের বহুগুণ বেতন বৃদ্ধি পেয়েছে । সেই সাথে জীবনযাত্রার মান বেড়েছে, পরিবর্তন হয়েছে আর্থসামাজিক অবস্থার। কিন্তু জাতির চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হয়নি। তাই ৯ম ওয়েজবোর্ড পাওয়া সাংবাদিকদের অধিকার। কিন্তু এ নিয়ে তথ্যমন্ত্রী নানা তালবাহানা করছেন। যা সাংবাদিক সমাজ মেনে নেবেন না। কেন্দ্রিয় কর্মসূচির আলোকে কক্সবাজারের সাংবাদিক রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। ’

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য আয়াছুর রহমান, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, সরওয়ার আজম মানিক, মোহাম্মদ জুনাইদ ও তৌফিকুল ইসলাম লিপু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।