কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের দোহাজারী হাইওয়ে পুলিশ সাতকানিয়া এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসী চালিয়ে এক হাজার পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। শনিবার সাতাকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের সামনে থেকে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
দোহাজারী হাইওয়ে পুলিশের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামগামী একটি মাইক্রোবাস তল্লাসী করা হয়।
ওই সময় টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া এলাকার আবুল হোসেনের স্ত্রী সাহারা খাতুন (২৬)কে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।