৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

দেড় ঘণ্টার বৃষ্টিতে পানি-কাদায় ঈদ কাটছে চট্টগ্রামবাসীর

বৃষ্টি হয়েছে প্রায় দেড় ঘণ্টা। এতেই জলজটে নাকাল চট্টগ্রামবাসী। পানি-কাদায় ঈদের দিন কাটাতে হচ্ছে তাদের। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে সাধারণ মানুষকে। টানা বর্ষণে নগরীর ষোলশহর, দুই নম্বর গেট, ওয়াসা, চকবাজারসহ নিচু এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা।

শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে। মসজিদে ঈদের নামাজ পড়তে আসা সাধারণ মানুষজনকে চরম দুর্ভোগে পড়তে হয় বাড়ি ফিরতে। এ ছাড়া বিভিন্ন বাসাবাড়ির নিচে পানি প্রবেশ করায় দুর্ভোগের সীমা ছিল না নগরবাসীর।

জলাবদ্ধতার কারণে শুধু মানুষজন নয়, চরম বেকায়দায় পড়তে হয়েছে যানবাহনচালকদের। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসে বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমা বাতাসের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণে এই বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি পানিতে তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চলের বেশির ভাগ অংশ।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের ওপর কিছুটা মেঘ-সৃষ্টি হয়েছে। এ কারণেই বৃষ্টি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।