১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মিজান র‍্যাবের হাতে আটক


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার র‍্যাব ১৫এর  অভিযানে অস্ত্র কার্তুজসহ একজনকে আটক করেছে  র‍্যাবের আভিযানিক টিম।  ০২/০১/২০২৩তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার সদর থানাধীন পাওয়ার স্টেশনের বিপরীত পার্শ্বের লিটলমটরস লিমিটেড এর সামনে  একজন ব্যক্তি অবৈধ অস্ত্রগুলি নিয়ে অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্তসংবাদের ভিত্তিতে র‍্যাব১৫ এর আভিযানিক দল অদ্য ০৩/০১/২০২৩ তারিখ অনুঃ ১০:০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালেএকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল কর্তৃক  আটক হয়।

আটককৃত মোঃ মিজানুর রহমান (২৬), পিতাইয়ার মোহাম্মদ সওদাগর, মাতারোকেয়া বেগম, সাংপূর্ব লার পাড়া, বাসটার্মিনাল (এয়ার মোঃ সওদাগরের বাড়ী), ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানাকক্সবাজার সদর, জেলাকক্সবাজার জানা যায়।

এসময় ধৃত ব্যক্তির দেহ শপিং ব্যাগ তল্লাশী করে তার নিকট হতে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটারগান ০২ রাউন্ড কার্তুজউদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে ধৃত ব্যক্তির নিকট জানতে চাইলে সে জানায়, স্থানীয় এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজসহ র‍্যাব১৫এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কার্তুজসহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদরমডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।       

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।