চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এই প্রথম নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য গত ২৯মার্চ বিকেলে উপজেলা পাবলিক হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।উক্ত বইয়ের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য,অাল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর,প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক সাতকানিয়া-লোহাগাড়ার গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।অনুষ্টানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান।বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ নুরুল আবছার। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস বইয়ের প্রধান সমন্বয়কারী সমাজকর্মী আরমান বাবু রুমেল,সুফি ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী।সাংসদ ড.নদভী এমপি সমাজকর্মী আরমান বাবু রুমেলের এই রকম একটি নজির বিহীন উদ্যোগকে স্বাগত জানান এবং অনেক অনেক ধন্যবাদও জানিয়েছেন।অনুষ্টানে শেষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস বইটি তুলে দেন সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।