২৪ ডিসেম্বর, ২০২৫ | ৯ পৌষ, ১৪৩২ | ৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

দূর্গত এলাকার মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগের মেডিকেল টিম

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেডিকেল টিম কর্তৃক ঘূর্ণিঝড় “মোরা” দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ সুমনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক ডাঃ শাহরিয়ার শান্ত , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ উপল চাকমা , ডাঃ তানজিদ হোসাইন, নুরুল আযম সহ ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ আজ কক্সবাজারের উখিয়া, টেকনাফ, কুতুপালং সহ বিভিন্ন ‘মোরা’ আক্রান্ত এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেন। এই জনসেবামূলক কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও ওষুধ সামগ্রীর পাশাপাশি কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকেও বিপুল পরিমাণ ওষুধ ও ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়।
কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগে সার্বিক সহযোগিতায় মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মুসাব্বির হোসেন তানিম, সিনিয়র সহসভাপতি ডাঃ রাজীব দাশ, সাধারণ সম্পাদক মোস্তফা ইমন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হোসাইন , সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ, সদস্য  তন্ময় মন্ডল সহ  মেডিকেল কলেজ ছাত্রলীগের একঝাঁক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উপস্থিত ছাত্রলীগের মেডিকেল টিমের নেতৃবৃন্দ জানান, আমাদের জনসেবামূলক উদ্যোগে মোরা আক্রান্ত এলাকার মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এসেছে, এক হাজার অধিক অসহায় নারী, পুরুষ আমাদের স্বাস্থ্য সেবা গ্রহন করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক কক্সবাজারের প্রত্যকটি দূর্গত এলাকায় স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষুদ সমগ্রী পৌঁছে দিব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।