১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

দূর্গত এলাকার মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগের মেডিকেল টিম

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেডিকেল টিম কর্তৃক ঘূর্ণিঝড় “মোরা” দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ সুমনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক ডাঃ শাহরিয়ার শান্ত , কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ উপল চাকমা , ডাঃ তানজিদ হোসাইন, নুরুল আযম সহ ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ আজ কক্সবাজারের উখিয়া, টেকনাফ, কুতুপালং সহ বিভিন্ন ‘মোরা’ আক্রান্ত এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেন। এই জনসেবামূলক কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেন কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও ওষুধ সামগ্রীর পাশাপাশি কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকেও বিপুল পরিমাণ ওষুধ ও ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়।
কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এই উদ্যোগে সার্বিক সহযোগিতায় মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মুসাব্বির হোসেন তানিম, সিনিয়র সহসভাপতি ডাঃ রাজীব দাশ, সাধারণ সম্পাদক মোস্তফা ইমন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হোসাইন , সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ, সদস্য  তন্ময় মন্ডল সহ  মেডিকেল কলেজ ছাত্রলীগের একঝাঁক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উপস্থিত ছাত্রলীগের মেডিকেল টিমের নেতৃবৃন্দ জানান, আমাদের জনসেবামূলক উদ্যোগে মোরা আক্রান্ত এলাকার মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি এসেছে, এক হাজার অধিক অসহায় নারী, পুরুষ আমাদের স্বাস্থ্য সেবা গ্রহন করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক কক্সবাজারের প্রত্যকটি দূর্গত এলাকায় স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষুদ সমগ্রী পৌঁছে দিব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।