২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

দুর্দিনে কৃষকের পাশে কক্সবাজার শহর ছাত্রলীগ

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় করোনা সংকটের কারণে লোকের অভাবে ধান কাটতে না পারায় কৃষককে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের কর্মীরা।

এরই ধারায় কক্সবাজার শহর ছাত্রলীগের সহ- সম্পাদক মোস্তফা বিন ছিদ্দিক এর নেতৃত্বে কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের ধাওন খালীর কৃষক আব্দুল গণির ৩ কানি ধান কেটে ঘরে পৌছে দেওয়া দেন। এবং তার সাথে ছিলেন ছাত্রলীগ কর্মী ফাহিম, সামসেদ, সোয়াইব, নাছির প্রমুখ।

দেশের পরিস্থিতি দিন দিন খারাপ ও করোনা ঝুকিতে লক ডাউন থাকায় কৃষক পাচ্ছেনা লোক। এমন অবস্থায় দিশেহারার মতো হয়ে পড়েছে গ্রামের কৃষকরা। নিয়মিত পারিশ্রমিক এর তিন গুণ বাড়িয়ে দিতে চাইলে ও রাজি হচ্ছে না কৃষি শ্রমিকরা। এমন লোক সংকটে আগে কখনো পড়েনি বলে জানিয়েছে ধাওনখালীর কৃষক আব্দুল গণি।

কৃষক আব্দুল গণি অত্যন্ত আনন্দের সাথে জানান, সবাই যদি এভাবে আমাদের পাশে দাড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাবো। এবং কক্সবাজার শহর ছাত্রলীগের এই সাহায্য তাদের জন্য অনেকটা আশার আলো দেখালো।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়াতে কৃষক আব্দুল গণি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এ কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কক্সবাজার শহর ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

কক্সবাজার শহর ছাত্রলীগের সহ সম্পাদক মোস্তফা বিন ছিদ্দিক জানান, ‘দুর্দিনে ছাত্রলীগ মানুষের পাশেই থাকে। এটাই ছাত্রলীগের বিশেষ বৈশিষ্ট্য। এবারও করোনাভাইরাসের ভয়াবহ মহামারীতে বিপদে সবার আগে আমরা সব মানুষের পাশে দিনরাত আছি আর থাকব।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।