মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশের সর্বোচ্চ লম্বা মানুষ রামু’র জিন্নাত আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। জেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেইজে মঙ্গলবার ২৮ এপ্রিল দেওয়া এক স্যাটাসে তিনি এই শোক প্রকাশ করেন। সাড়ে ৮ ফুট দীর্ঘ জিন্নাত আলী ২৮ এপ্রিল রাত ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, জিন্নাত আলীকে গত বছর কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে একটি বাড়ি, রামু’র গর্জনিয়া বাজারে দোকানের জমি সরকারিভাবে তার নামে জমি রেজিষ্ট্রেশন করে দেওয়া হয়। পরে গর্জনিয়া বাজারের জমিতে ‘জিন্নাত স্টোর’ নামক একটি দোকান নির্মান করে দিয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন নিজে গিয়ে আনুষ্ঠানিকভাবে দোকানটি উদ্বোধন করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।