১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

দক্ষিন বাইশারি তরুন সংঘের মাহফিল সম্পন্ন


নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিন বাইশারী তরুন সংঘ কর্তৃক আয়োজিত ১৯তম সিরাতুন্নবী (সা:) মাহফিলে প্রধান বক্তা ঢাকা মুসলিম নগর বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ, ক্বারী ইমরান হোছাইন জাফরী বলেন, দুনিয়াবী জীবনে রাসুল (সা:) এর আদর্শকে লালিত করলেই তবে আখেরাতে মিলবে মুক্তি। কারণ রাসুল (সা:) এর আদর্শই হচ্ছে উত্তম আদর্শ।
তিনি আরো বলেন, ইসলামকে প্রচার ও প্রসার করতে গিয়ে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কাফেরদের হাজারো নির্যাতন সহ্য করে গেছেন। বর্তমানেও যারা আল্লাহ ও রাসুলের সেই অমিত্ব বানী প্রচার করছেন তাদের উপর চলছে জেল-জুলুম-নির্যাতন। তাছাড়া বর্তমানে একটি বিশেষ গোষ্ঠি আলেমদের কন্ঠ রোধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানান তিনি।
এতে বিশেষ বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কক্সবাজার মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ইউনুছ বিন নজিরী, গর্জনীয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র ফয়সাল হোছাইন, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রিদওয়ানুল হক, মাদ্রাসা আব্দুর রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানা নির্বাহী পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম।
১১ ফেব্রুয়ারী শনিবার স্থানীয় গোরস্থান মাঠে দক্ষিন বাইশারী তরুন সংঘ কর্তৃক আয়োজিত দিন ব্যাপি সীরাতুন্নবী (সা:) মাহফিলে সভাপতিত্ব করেন লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার মোতাহের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবু জাফর, তরুন সংঘের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মুফিজুর রহমান ও ছাত্রলীগ সভাপতি মোঃ শাহিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।