১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

‘ডিজিটাল হাজিরা পদ্ধতি, নিশ্চিত করে উপস্থিতি’

সরকারী অফিসে হাজিরা খাতার ব্যবহার এবং হাজিরা খাতায় উপস্থিতি নিশ্চিতকরণে স্বাক্ষর করার প্রক্রিয়া বহু প্রাচীন। তবে এ প্রক্রিয়ায় গত পাঁচ দশ দিনের স্বাক্ষর একদিনে করা কিংবা ঊর্ধ্বতন কোন কর্তৃপক্ষের আসার খবর আসলেই চটজলদি বিগত অস্বাক্ষরিত দিনগুলোর স্বাক্ষর করার রীতিটা বেশ সহজাত এবং সে বিষয়টিকে প্রশ্নাতীতভাবে মেনে নিতেও মোটামুটি সকলে অভ্যস্ত। মেট্রোপলিটন কিংবা বিভাগ বা জেলা বা অগ্রগামী উপজেলায় প্রতিদিন অফিসে এসেই অভ্যাসবশত বা অবহেলাবশত এক দিনেই পাঁচ-দশদিনের স্বাক্ষর করলেও প্রত্যন্ত অঞ্চলের উপজেলা পর্যায়ে কিন্তু একদিন এসেই গত কয়েকদিনের স্বাক্ষর করাটা বিরল নয়। প্রাইভেট অফিস হাজিরা খাতা ব্যবহারের এ রীতি প্রত্যাখ্যান করেছে বহু আগেই। অনেক দেরীতে হলেও সরকারী অফিসগুলো বিশেষ করে চলমান জনবান্ধব ভূমি অফিস নির্মাণ প্রক্রিয়ায় ভূমি অফিসগুলো বিদ্যমান হাজিরা খাতা পদ্ধতির পাশাপাশি ডিজিটাল হাজিরা পদ্ধতির প্রর্বতন করতে শুরু করেছে।

কোতয়ালী রাজ্স্ব সার্কেল ঢাকার সহকারী কমিশনার (ভূমি) এস এম মাহফুজুর রহমান কক্সবাজারসময়কে এসব কথা বলেন।

তিনি বলেন, এ ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে যেখানে অফিসের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী আঙুলের ছাপ পদ্ধতিতে প্রতিদিন অফিসে উপস্থিতি নিশ্চিত করবেন। সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকের প্রতিদিনকার এ হাজিরা দৈনিক কিংবা মাসিক ভিত্তিতে মনিটরিং করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়াকে টেকসই ও দীর্ঘস্থায়ী করতে প্রথমে দিনের উপস্থিতি দিনে নিশ্চিতকরণের উপর জোর দেয়া হচ্ছে। এ প্রক্রিয়ার সফল বাস্তবায়নের মধ্য দিয়ে অফিসের প্রত্যেকের প্রতিদিনকার হাজিরা প্রতিদিনে নিশ্চিত করে অফিসে আগমনের সময়ের উপর নজরদারি জোরদার করার মধ্য দিয়ে একটি টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।