২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডাকাতি প্রস্তুতিকালে শহর পুলিশের অভিযানে দু’জন গ্রেফতার

 

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল বুধবার ভোরে কক্সবাজার শহরের ঈদগাহ ময়দান থেকে তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আবুল কালাম ভূয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভা ১০নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার জাফর আলমের ছেলে রাশেদুল ইসলাম ওরফে জাহেদ ওরফে রাশেদ (২৫), ৯নং ওয়ার্ড আইবিপি রোড, হরিজন ও জলদাশ পাড়া এলাকার মৃত ভুচুং দাশ’র ছেলে সোহেল জলদাশ (৩৩)।
পরিদর্শক মো.আবুল কালাম ভূয়া বলেন, বুধবার ভোরে ১০/১১ সদস্যের একদল ডাকাত ঈদগাহ ময়দানের মিনারের সামনে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই সময় পুলিশের তৎপরতা টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদেন কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ধারালো ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদেন এসআই মুহাম্মদ নূরুল আবছার, এটিএসআই দুধবল মহত্ন সঙ্গীয় ফোর্স।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহোযোগিরা পালিয়ে যাওয়ার কথা শিকার করেন। পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্য সদস্যরা হলেন,মিজানুর রহমান, সবুজ খান, ইয়াছিন, নাজিম, জিসান বলে দাবি করেন পুলিশ। ডাকাত সদস্যদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।