১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফ সড়কে যানবাহনের মুখোমুখী সংঘর্ষে আহত-৪

টেকনাফ সড়কে পিকআপ ভ্যান ও মাহিন্দ্রারার মুখোমুখী সংঘর্ষে এনজিও কর্মী এবং গ্রাম্য ডাক্তারসহ ৪জন গুরুতর আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২জুলাই সকাল সাড়ে ৮টারদিকে উপজেলার হ্নীলা ষ্টেশন হতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংকের সেকেন্ড ম্যানেজার ও রামুর গর্জনিয়ার আখতার কামাল,ফিল্ড অফিসার ও ঈদগাঁওর আবুল হোছাইনের পুত্র মোঃ ইসমাঈল,চট্টগ্রামের ফটিকছড়ির গোলাম মওলার পুত্র মোঃ মহিউদ্দিন এবং হ্নীলা জেবা ফার্মেসীর গ্রাম্য ডাক্তার চকরিয়া কৈয়ার বিলের ক্ষেতমোহন দাশের পুত্র অরূপ দাশসহ ৬/৭জন মিলে একটি মাহিন্দ্রাযোগে টেকনাফের দিকে যাওয়ার সময় চৌধুরীপাড়া রাস্তার মাথায় পৌঁছলে টেকনাফ হতে হোয়াইক্যংগামী একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে আসার সময় অসাবধানতাবশত মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উপরোক্তরা গুরুতর আহত ও রক্তাক্ত হয়। উপস্থিত লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। ইসমাঈল ও মহিউদ্দিনকে চিকিৎসা দিয়ে আশংকামুক্ত করা হলেও সেকেন্ড ম্যানেজার আখতার কামাল এবং অরূপ দাশের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজারে হস্তান্তর করা হয়েছে। আখতার কামাল মুমূর্ষ হওয়ায় চমেকে রেফার করা হয়েছে। এই দূঘর্টনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে গেলেও কিছুক্ষণ পর ঘটনাস্থল হতে যানবাহন দুটি উধাও হয়ে যায়। এই ব্যাপারে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি মোঃ জামাল উদ্দিনের নিকট জানতে চাইলে এই প্রথম সংবাদকর্মীদের নিকট থেকে জানতে পেরেছেন বলে জানান। এই ব্যাপারে তিনি খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য,সম্প্রতি টেকনাফসহ অলি-গলির সড়কে ডাম্পার,মাহিন্দ্রারা,টমটম ও অটোরিক্সার কারণে প্রায় সময়ে দূঘর্টনা ঘটে আসছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।