২০ ডিসেম্বর, ২০২৫ | ৫ পৌষ, ১৪৩২ | ২৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

টেকনাফ স্থলবন্দরের উন্নয়ন ও গতিশীলতা আনতে সবাইকে আরো আন্তরিক হতে হবে-এমপি বদি


টেকনাফ স্থলবন্দরের উন্নয়ন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে করনীয় বিষয়ক সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টেকনাফ স্থলবন্দরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে আরো আন্তরিক হতে হবে। সেই সাথে বন্দরের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে সবার সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান,বিভাগীয় বন কর্মকর্তা (দ:) মো: আলী কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা ও সাইয়েমা হাসান, আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা,স্থল বন্দরের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগীতার আহবান জানানো হয় এবং ওভারলোড মালামাল বহন থেকে বিরত থাকা, নির্ধারিত হারে কর ও ভাড়া প্রদান, দুর্ঘটনা এড়িয়ে চলাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তের উপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া দুর্ঘটনা প্রতিরোধে লবণবহনকারী গাড়িতে পলিথিন ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক মহোদয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।