৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

টেকনাফে সড়ক দূর্ঘটনায় আহত ৫

teknaf-pic-07-11-2016
টেকনাফ উঠনী নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে। ০৭ই নভেম্বর সকাল ১১ টায় এ ঘটনাটি ঘটে। জানা যায় হ্নীলা থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রারা গাড়ি টেকনাফে উঠনী নামক স্থানের নীচে পৌঁছলে অপর একটি ০২জন যাত্রীবাহী মটর সাইকেল সাথে মাহিন্দ্রারা গাড়ির মোখামুখি হয়। এতে ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়। এদের মধ্যে ২ জন মটর সাইকেল আরোহী পা ভেঙ্গে যায়। মটর সাইকেলটি বেপরওয়া চালাচ্ছিল বলে সড়ক দূর্ঘটনার মূল কারণে বলে যাত্রীরা জানায়। আহতদের টেকনাফ হাসপাতালে ৫জনকে ভর্তি করে এবং অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতরা হচ্ছেন বরইতলীর মৃত হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ জুবাইর (২৮), জাঁহালিয়াপাড়ার জবর মুল্লুকের পুত্র মোহাম্মদ ইউনুচ (৫২) দমদমিয়া শফিকের মেয়ে নুসরত শারমিন (১০) সে দমদমিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। টেকনাফ জালিয়াপাড়ার মোঃ রফিকের মেয়ে আসমা আক্তার (০৬) ও উখিয়া কুতুপালং এর মৃত ছলামত উল্লার পুত্র মোঃ জুবাইর (৩০)। গুরুত্বর আহত মটর সাইকেল ২ যাত্রীকে হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ২টি জব্দ করে। মামলা প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।