১০ সেপ্টেম্বর, ২০২৫ | ২৬ ভাদ্র, ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

টেকনাফে শহীদ ক্যাপ্টেন মকবুল সড়কের করুণ দশা

received_1817229535201946
টেকনাফের হ্নীলা পানখালী সড়ক তথা শহীদ ক্যাপ্টেন মকবুল আহমদ সড়কের জরাজীর্ণ দশার অন্ত নেই। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে হাজারো মানুষের ভোগান্তিতে নাভিশ্বাস হয়ে উঠছে।
তথ্যানুসন্ধানে জানা যায়-হ্নীলা ইউপি চেয়ারম্যানসহ হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হ্নীলা বাসষ্টেশন হতে ফরেস্ট বিট অফিস পর্যন্ত সড়কটি বার বার সংস্কার হলেও প্রতিবছর ভেঙ্গে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আর একটু বৃষ্টি হলেই মরার উপর খাড়ার ঘাঁর মতো যত্রতত্রই পানি জমে সবকিছু চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বিশেষ করে পানখালী গমনকারী রিক্সা ষ্টেশন,তরকারী বাজার,দারুস সুন্নাহ মাদ্রাসা,হাসপাতাল গেইট পর্যন্ত প্রাচীন এই সড়কটি ছিন্নভিন্ন অবস্থা। সড়কের দক্ষিণ পার্শ্বে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও উত্তর পাশে না থাকায় ঝড়-বৃষ্টি হলে পানি সহজে নিষ্কাষিত হয়না।পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হলে বেড়ে যায় ভোগান্তি। এই ব্যাপারে পথযাত্রী আবুল হোসেন বলেন-প্রতি বছর বর্ষার প্রবল বৃষ্টিতে এই সড়কের বিভিন্ন অংশ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়। বৃষ্টি হলেই পানি জমে থাকায় আমরা চলাচল করতে পারিনা। মুমূর্ষ রোগী বহনকারী রিক্সা চালক নুরুল আলম বলেন-রাস্তার বেশী ভাঙ্গার কারণে আমরা দ্রুত রোগী নিয়ে হাসপাতালে যেতে পারিনা। স্থানীয় মেম্বার হোছাইন আহমদ জানান-এই সড়কের হ্নীলা ষ্টেশন হতে সরকারী হাসপাতাল পর্যন্ত সড়কটির উভয় পার্শ্বে ড্রেনেজ ব্যবস্থা ও সড়কটি উঁচু করে সংস্কার করা প্রয়োজন। এলজিইডির অধীনে এই সড়কটি বার বার সংস্কার করা হলেও উপকরণ ও কাজের গুণগতমান টিক না হওয়ায় প্রতি বছর ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয় ভূক্তভোগীরা এই সড়কটির টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।