১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২ | ১১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

টেকনাফে বার্মাইয়্যা ছালেহের আস্তানায় অভিযানে আটক-৬

teknaf pic 17.03.2015 (saleh).psd
টেকনাফের হ্নীলার জাদীমুরার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মাফিয়া ডন খ্যাত রোহিঙ্গা নেতা বার্মাইয়্যা ছালেহের আস্তনায় গোপন সংবাদে সাড়াশি অভিযান চালিয়ে ছালেহসহ ৬ জনকে আটক করেছে।
১৭ মার্চ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহীদ উদ্দিনের নেতৃত্বে উক্ত দীর্ঘ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃতরা হচ্ছে জাদীমুরা এলাকায় বসবাসরত মৃত হাবিব উল্লাহর ছেলে বার্মাইয়া ছালেহ আহমদ (৩৩), নয়াপাড়া ডি-ব্লকের অছিয়র আহমদের ছেলে আবদুর রহিম (২১), সি-ব্লকের সোলতান আহমদের ছেলে মোঃ ইসমাইল (২১), মৃত ফজল আহমদের ছেলে মোহাম্মদ হারুন (৩০), ডি-ব্লকের আবু শামার ছেলে নেজাম উদ্দিন (৪৪), আবুল কাশেমের ছেলে মোঃ হোছন (৩১)। এসময় বিপুল পরিমান নগদ টাকা, বেশ কয়েকটি মিয়ানমারে পারাপারের পাস বই এবং মিয়ানমারের বিভিন্ন প্রকারের পরিচয়পত্রও জব্দ করেছে প্রশাসন। আটককৃতদের মধ্যে গত ১৫ মার্চে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আনসার-ডাকাত বন্দুক যুদ্ধে জড়িত আসামী শীর্ষ ডাকাত হারুনও রয়েছে। উল্লেখ্য, বার্মাইয়া ছালেহ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশসহ যাবতীয় অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ করে থাকে। সে প্রতি সপ্তাহে পাস বহি নিয়ে মিয়ানমার ও বাংলাদেশে অবাধে যাতায়াত করে থাকেন।  অভিযানে উপস্থিত ছিলেন নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জালাল উদ্দিন, মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, আইসি কাশেম, এস.আই. শামিউর রহমান, হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোছাইন, স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী, দমদমিয়া বিওপির কোম্পানী কমান্ডার আবুল কালাম,সাংবাদিক সহ পুলিশ-বিজিবি-আনসার ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।