২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ২২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

টঙ্গীতে শিশু হত্যা ও ধর্ষনকারী র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। তার নাম আবু সুফিয়ান (২১)। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১২ টার দিকে গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের দাবি, নিহত আবু সুফিয়ান চাঞ্চল্যকর শিশু চাঁদনী (৭) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি।
র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ১৬ মে (শনিবার) টঙ্গী মধুমিতা রেলগেট এলাকার একটি ময়লার স্তুপ থেকে চাদনী (৭) নামে প্রথম শ্রেণির মাদ্রাসার ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিশুকে ধর্ষণের পর গলা টিপে এবং দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় বলে তদন্তে ও ময়নাতদন্তে উঠে আসে৷ চাঞ্চল্যকর ওই ঘটনায় মো. নিলয় (১৫) নামের এক তরুণকে গ্রেফতার করে র‌্যাব-১। ১৭ মে রাত আড়াইটার দিকে র‌্যাব-১ টঙ্গী পূর্ব থানাধীন রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরদিন নিলয় আদালতে জবানবন্দি দেয় এবং ধর্ষণের সঙ্গে আবু সুফিয়ানের সম্পৃক্ততার কথা জানায়।
লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার নিলয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ অভিযান শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুফিয়ান টঙ্গী মধুমিতা রেল লাইন এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। রাত ১২টার দিকে র‌্যাব-১ অভিযানে যায়। সুফিয়ান র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। সুফিয়ানের বন্ধুরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আবু সুফিয়ানের মরদেহ। একই ঘটনায় দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।