বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, ৯০ এর ঐতিহাসিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, কক্সবাজার শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার বাসিন্দা প্রণব দে বাবুল (৫৩) মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে আল-ফুয়াদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কণ্ঠনালীর ক্যান্সারে ভোগছিলেন। তিনি মৃত্যুকালে বৃদ্ধ পিতা, স্ত্রী, দুই শিশু পুত্র, অসংখ্য আতœীয়স্বজন, শুভাকাংখি ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বেলা দুইটায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশশ্মানে তার শেষকৃত্যের আয়োজন করা হয়। তিনি গৃহশিক্ষকতা কে জীবনে পেশা হিসেবে নিয়েছেন। জেলা শহরে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে। সিপিবির সাবেক জেলা সম্পাদক প্রণব দে বাবুলের অকাল প্রয়াণে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গভীর শোক জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।