নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমী কক্সবাজার ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে গতকাল থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র উৎসব। সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। জেলা সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ^জিত পাল বিশু। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোহাম্মদ আশরাফ হোসেন। উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে মুহাম্মদ আলী জিন্নাত, প্রতিভা দাশ, আসিফ নুর, জসিম উদ্দিন প্রমুখ।
প্রথম দিনে উৎসবের কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি, গল্প সংক্ষেপ, ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুররারম্ব, সিজড প্লেজা, এ লিটল রেড কার, পুতুল পুরাণ, জল ও পানি ও ভয় চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।