
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা সারা বছর মাঠে বিভিন্ন খেলাধুলা অব্যাহত রেখেছে। বিগত কয়েক বছর ধরে কক্সবাজার পৌরসভা বড় ধরণের ব্যাডমিন্টন টূর্ণামেন্ট সফলভাবে করে আসছে। তাই আগামী পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতায় কক্সবাজার পৌরসভা প্রাঙ্গনে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। এতে সকল সুবিধাসহ থাকবে দুইটি অত্যাধুনিক ব্যাডমিন্টন মাঠ। ১৭ জুন শনিবার বিকালে পৌরসভার হল রুমে কক্সবাজার জেলা ব্যাডমিন্টন সমিতি আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সধারণ সম্পাদক এড. জিয়া উদ্দিন আহমদ, কাউন্সিলর সিরাজুল হক, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাউন্সিলর হেলাল উদ্দিন কবির। এসময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ব্যাডমিন্টন খেলোয়াড় বেলাল উদ্দিন চৌধুরী, বতর্মান কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ জাহেদ খোকন, মোঃ খান পাপ্পু, জয়নাল আবেদীনসহ নবীন-প্রবীন খেলোয়াড়বৃন্দ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।