২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

জেলা উদীচীর সম্মেলন ও রজত জয়ন্তী উৎসব বৃহস্পতিবার

Shomoy
বৃহস্পতিবার থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে শুরু হচ্ছে উদীচী শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের একাদশ সম্মেলন ও রজত জয়ন্তী উৎসবের দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা।
১৭ নভেম্বর বিকাল ৩টায় সম্মেলন ও রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন জাতিসত্ত্বার কবি, বাংলা একাডেমীর সাবেক পরিচালক, একুশে পদক প্রাপ্ত, দেশবরণ্য কবি, দরিয়ানগরের ভূমিপুত্র মুহম্মদ নুরুল হুদা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা শহরে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে অতিথি থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিশিষ্ট নাট্যজন শংকর সাঁওতাল, ডাঃ চন্দন দাশ, সহ-সাধারণ সম্পাদক অমিত রজ্ঞন দে ও ভারতের বিশিষ্ট লেখক ও গবেষক ড. দেবব্রত দেব রায়। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কক্সবাজারের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সাবেক, সংগঠনের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত।
দ্বিতীয় দিন ১৮ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জেলা পরিষদ মিলনায়তনে। বিকালে নবনির্বাচিত কার্যকরী পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে। সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে শুরু হবে গান নৃত্য, আবৃত্তি, সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুইদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবে ভারত থেকে আগত আবৃত্তি, কণ্ঠ ও নৃত্যশিল্পী, রংপুরের বাউল শিল্পী, চট্টগ্রামের আবৃত্তি শিল্পী, কক্সবাজার থিয়েটার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শব্দায়ন আবৃত্তি একাডেমী, ঝিনুকমালা খেলাঘর আসরের কর্মী শিল্পীবৃন্দ।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্যসচিব দিলীপ দাশ শোষণমুক্তি ও সমাজ প্রগতির সংগ্রামকে এগিয়ে নিতে সকলকেই দুইদিনের অনষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।