৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

জেলা উদীচীর সম্মেলন ও রজত জয়ন্তী উৎসব বৃহস্পতিবার

Shomoy
বৃহস্পতিবার থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে শুরু হচ্ছে উদীচী শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের একাদশ সম্মেলন ও রজত জয়ন্তী উৎসবের দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা।
১৭ নভেম্বর বিকাল ৩টায় সম্মেলন ও রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন জাতিসত্ত্বার কবি, বাংলা একাডেমীর সাবেক পরিচালক, একুশে পদক প্রাপ্ত, দেশবরণ্য কবি, দরিয়ানগরের ভূমিপুত্র মুহম্মদ নুরুল হুদা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা শহরে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে অতিথি থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিশিষ্ট নাট্যজন শংকর সাঁওতাল, ডাঃ চন্দন দাশ, সহ-সাধারণ সম্পাদক অমিত রজ্ঞন দে ও ভারতের বিশিষ্ট লেখক ও গবেষক ড. দেবব্রত দেব রায়। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কক্সবাজারের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সাবেক, সংগঠনের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত।
দ্বিতীয় দিন ১৮ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জেলা পরিষদ মিলনায়তনে। বিকালে নবনির্বাচিত কার্যকরী পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে। সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে শুরু হবে গান নৃত্য, আবৃত্তি, সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুইদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবে ভারত থেকে আগত আবৃত্তি, কণ্ঠ ও নৃত্যশিল্পী, রংপুরের বাউল শিল্পী, চট্টগ্রামের আবৃত্তি শিল্পী, কক্সবাজার থিয়েটার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শব্দায়ন আবৃত্তি একাডেমী, ঝিনুকমালা খেলাঘর আসরের কর্মী শিল্পীবৃন্দ।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্যসচিব দিলীপ দাশ শোষণমুক্তি ও সমাজ প্রগতির সংগ্রামকে এগিয়ে নিতে সকলকেই দুইদিনের অনষ্ঠানমালায় উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।