১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

জেলার সাবেক ফুটবলার সাইফুদ্দিন বাদশা’র মৃত্যুতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের শোক

শোক
কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি খোলোয়াড় সাইফুদ্দিন বাদশা (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নিল্লিল্লাহি ….. রাজিউন)। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বিকালে হৃদরোগে আক্রান্ত হলে সাবেক কৃতি খোলোয়াড় সাইফুদ্দিন বাদশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইফুদ্দিন বাদশা কক্সবাজার পৌরসভার মৃত নুরুল হকে ছেলে, সাবেক জেলা ফুটবল দলের খোলোয়াড় খোরশেদ আলমের ছোট ভাই। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) জোহরের নামাজের পর নামাজে জানাজা শেষে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়াস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার সাইফুদ্দিন বাদশা’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়–য়া, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, সহ-সভাপতি কিশোর বড়–য়া, মো. নবু আলম, মোহাম্মদ হোসাইন সানী, সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু, যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ, সাংগঠনিক সম্পাদক দুলাল বড়–য়া, অর্থ সম্পাদক সুকুমার বুলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রুহুল আমিন রকি, দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য সজল বড়–য়া, তরুপ বড়–য়া, রিটু বড়–য়া, মুরাদ সুলতান, সুশান্ত পাল বাচ্চু, প্রকাশ সিকদার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।