১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) শিক্ষার্থীরা পড়তে পারবে সৌদি আরবে

নিজস্ব প্রতিনিধি:

পর্যটন শহর কক্সবাজারের জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) ও সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতামূলক ঐকমত্য হয়েছে। সৌদি আরবের জামিয়াতুল কাসিমের কুল্লিয়াতুশ শরীয়াহ ওয়াদ দিরাসাতুল ইসলামিয়া
(প্রধান) ভাইস-চ্যান্সেলর ড.আবু মুহাম্মদ এবংজামিয়াতুল ইমাম মুসলিম (রহ) প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম নিজ প্রতিষ্ঠানের পক্ষে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এর আগে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) প্রতিষ্ঠাতা উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে ছাত্র বিষয়ক ডীন প্রফেসর ড. ইউনুস সাথে বৈঠক করেন। বৈঠকে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) পড়ুয়া শত শত দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীরা সম্পুর্ণ বিনা খরচে পড়ার সুযোগ পাওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এ ঐকমত্য ফলে, জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) পড়ুয়া ছাত্ররা বিশুদ্ধ কুরআন-সুন্নাহর জ্ঞান, আরবী ভাষা ও সাহিত্য, সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি যুগচাহিদার প্রেক্ষিতে জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রাচীন আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মিশ্রনে প্রণীত স্বতন্ত্র কারিকুলামের মাধ্যমে আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার তত্ত্বাবধানে পরিচালিত ক্বওমি শিক্ষাবোর্ড ‘‘ইত্তেহাদুল মাদারিসিল আহলিয়া বাংলাদেশ’’ এবং সর্বোচ্চ ক্বওমি শিক্ষাবোর্ড ‘‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’’ নিয়মানুসারে ইবতিদাইয়্যা (প্রাথমিক), মুতাওয়াসসিতা (মাধ্যমিক), সানুভিয়া (উচ্চ মাধ্যমিক) এবং জামিয়া (স্নাতক) স্তর পর্যন্ত একাডেমিক কর্মকান্ড পরিচালনা করে আসছে অত্যন্ত সুশৃঙ্খল ও সুনিপুণ ভাবে।

এই প্রতিষ্ঠানের ছাত্ররা ‘ইত্তেহাদ’ও ‘আলহাইআহ’ উভয় শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণের পাশাপাশি সৌদিআরব ও  আরববিশ্বের বহু নামি-দামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। তারা উচ্চতর আরবি ও ইংলিশ নিয়ে স্কলারশিপসহ তাদের ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। এছাড়াও এই ঐকমত্যের অনুযায়ী যৌথ গবেষণা ও প্রকাশনার অগ্রগতি, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে দক্ষতা বিনিময়; প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যর সাথে সামঞ্জস্যপূর্ণ যৌথ উদ্যোগের সুযোগ এবং যৌথভাবে পিএইচডি ডিগ্রি তত্ত্বাবধায়ন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় দুটি এক অপরকে সহায়তা করবে। সেই সঙ্গে, এই ঐকমত্যের ফলে আল জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) পড়ুয়া শিক্ষার্থীদের পড়ার  সহায়তা করবে জামিয়াতুল কাসিমের কুল্লিয়াতুশ শরীয়াহ ওয়াদ দিরাসাতুল ইসলামিয়া। উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশের কক্সবাজারের আল জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) প্রতিষ্ঠিতা পরিচালক সালাহুল ইসলামের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। পরে সালাহুল ইসলাম বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এই সময় বাংলাদেশী বিভিন্ন বিভাগের ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন। তাদের গবেষণা ধর্মীর পড়ালেখার খোজ খবর নেন। এছাড়া উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে আল-জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) সাম্প্রতিক প্রকাশিত ‘আল-হাইআতুল উলয়া’ কর্তৃক নির্ধারিত শ্রেণি ও স্তর বিন্যাস অনুযায়ী (ফযিলাহ) ও (তাকমিল) তথা ‘জামেয়া’ স্তরের ছাত্রদেরকে কেন্দ্রীয় পরিক্ষায় ভাল ফলাফল করার জন্যে আরবি ভাষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে প্রাজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলির মাধ্যমে সার্বক্ষণিক পাঠদান, প্রশিক্ষণ, মডেল টেস্ট ও দিকনির্দেশনার একটি ডকুমেন্টস তুলে দেন।

সৌদি আরবে সফররত জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম জানিয়েছেন, পরবর্তীতে ছাত্ররা যাতে বহির্বিশ্বে ও বিভিন্ন নামি-দামি ইসলামি শিক্ষার সুতিকাগার সমূহে ভর্তির সুযোগ লাভ করতে পারে এ লক্ষ্যে নানা  উদ্যোগ নেয়া হয়েছে। তার পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে গরীব ও মেধাবী ছাত্ররা ধারাবাহিকভাবে আন্তর্জাতিকীকরণের পথে অগ্রসর হওয়ার অংশ হিসেবে সম্প্রতি সৌদি আরবের বেশ কয়েকটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সহযোগিতামূলক মনোভাব পোষণ করেন প্রধানরা। সফরকালে সালাহুল ইসলাম মক্কা ও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধানদের সাথে তার পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের  সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২রা জানুয়ারি অনুষ্ঠিত শুরা কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ইমাম মুসলিম (রহ) কক্সবাজার একটি পূর্ণাঙ্গ জামিয়াতু ইমাম মুসলিম (রহ) স্বীকৃতি দেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।