কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াতের কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জেনারেল জিএম রহিম উল্লাহর গাড়িচালক নেছার উদ্দিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি লম্বা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৭০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন, কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার শামসুল হুদার ছেলে আমান উল্লাহ (৩০), তার সহযোগি উপজেলা পাড়ার বাচা মিয়ার ছেলে চেয়ারম্যানের ড্রাইবার নেছার উদ্দিন (২৮), দক্ষিণ ডিককুলের মৃত আব্দুল লতিফের ছেলে মনছুর আলম (৪০), চাঁদপুর জেলার কচুয়া থানার খিলমেহের এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. মামুন (৩৮)। তবে মামুন বর্তমানে কক্সবাজার শহরের খুরুস্কুর রাস্তার মাথায় বসবাস করে ।
পুলিশ সূত্র জানায়, আটক আমান উল্লাহ জেলার ইয়াবা ও অস্ত্রের গডফাদার। অতীতেও তিনি অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন। জামিনে বের হয়ে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি আবারও অপরাধকর্মে জড়িয়েছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি (অপারেশেন) মাঈন উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাড়ী চালক নেছারের বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ বলেন, অপরাধ করলে কোনো ছাড় নেই। আইনানুগ ব্যবস্থা নিতে আমি প্রশাসনকে অনুরোধ করেছি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।