১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামীলীগ আয়োজিত শিক্ষার্থীদের ৩ দিনের প্রতিযোগিতা শুরু

কক্সবাজার প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামীলীগ আয়োজিতশিক্ষার্থীদের জন্য দিনের প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার শুরু হয়।

আবৃত্তি, রচনা চিত্রাঙ্কন এই তিনটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধুকে আগামি প্রজন্মের কাছে পৌঁছানো জন্য এমন প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। কবিতা, রচনা এবং ছবি এঁকেনতুন প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনা বিশ্বাসকে আরো বেশি শানিত করবে। এটাই প্রজন্মের হাত ধরে প্রজন্ম পর্যন্ত পৌঁছানোর চূড়ান্তধাপ।

প্রতিযোগিতার উদ্বোধক কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, বাংলা সাহিত্যেরবিশাল একটি অংশ জুড়ে জাতির জনককে নিবেদিত কবিতা এবং নানা লেখা রয়েছে। কোমল মতি শিক্ষার্থীরা এসব পড়েবঙ্গবন্ধুকে জানবে এবং জানাবে। আয়োজিত প্রতিযোগিতা বঙ্গবন্ধুকে আরো বেশি জানতে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে।

কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল করেরসঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলার সভাপতি সত্যপ্রিয় চৌধুরীদোলন।

প্রতিযোগিতার প্রথম দিন টি গ্রুপে আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এতেবিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, আবৃত্তি শিল্পী শিক্ষক পরেশ কান্তি দে। সহযোগিতা করেন, পৌর আওয়ামীলীগের নেতামিজানুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, আরমানুল আজিম, মোরশেদ চৌধুরী, তাজ উদ্দিন, ওয়াহিদ মুরাদ সুমন, আমিনউদ্দিন, ফয়সল হুদা, সোহেল রানা হেলাল উদ্দিন।

প্রতিযোতিার অংশ হিসেবে ২৬ আগস্ট শুক্রবার বিকেল টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে রচনাপ্রতিযোগিতা। ২টি গ্রুপে এই প্রতিযোগিতায় গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণী বিষয় বঙ্গবন্ধুর ছোটবেলা (৩০০ শব্দ) গ্রুপ ৬ষ্টথেকে ১০ম শ্রেণী বিষয় বঙ্গবন্ধুর কারাজীবন (৫০০ শব্দ) ২৭ আগস্ট শনিবার বিকেল ৩টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগকার্যালয়ে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৩টি গ্রুপে এই প্রতিযোগিতায় শিশু থেকে ২য় শ্রেণী পর্যন্ত পেন্সিল অথবা জল রংদিয়ে জাতীয় পতাকা অংকন। গ্রুপ ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পেন্সিল অথবা মোম রং দিয়ে মার্চের ঐতিহাসিক ভাষন। গ গ্রুপ ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পেন্সিল অথবা মোম রং দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আগামি ২৯ আগস্ট বিকাল টায় কক্সবাজার ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জাতীয় শোক দিবসউদযাপন পরিষদ, কক্সবাজার আয়োজিতচিরন্তন বঙ্গবন্ধু বাংলার দূত..’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করাহবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।