১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

জলাবদ্ধতামুক্ত নগরী গড়তে আ.জ.ম নাছিরের বিকল্প নেই

ASEK MP

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে আ.জ.ম নাছিরের বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্তাভাজন একজন জনপ্রিয় নেতা। তার মাধ্যমেই চট্টগ্রামের উন্নয়ন করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত নির্বাচনে বিরোধী দলের মেয়র নির্বাচিত করে চট্টলাবাসি যে ভুল করেছিল সে ভুলের পুনরাবৃত্তি করবে না সচেতন মানুষ। তিনি প্রধানমন্ত্রীর লোক না হওয়ায় চট্টগ্রামের কোন উন্নয়ন হয়নি। সামন্য বৃষ্টিতেই তলিয়ে যায় এই বাণিজ্যিক রাজধানী। তিনি আরো বলেন, এই অগ্নীগর্ভা চট্টগ্রামবাসী উন্নয়নের জন্য আ.জ.ম নাছিরকে হাতি প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে। তিনি শুধুমাত্র চট্টলার নেতা নন। তিনি বৃহত্তম চট্টগ্রামের প্রিয় নেতা হিসাবে ইতোমধ্যে আবির্ভুত হয়েছেন। তিনি আরো বলেন আ.জ.ম নাছির একজন ধার্মিক লোক। যিনি ফজরের নামাজ পড়েই নিজের কর্মদিন শুরু করেন। তার পিতাও ছিলেন দেশের প্রখ্যাত আলেম। তাই চট্টগ্রাম বিভাগীয় শহরের উন্নয়নের দায়িত্ব নেওয়ার জন্য তিনি যথাযত উপযুক্ত। আগামি ২৮ এপ্রিল হাতি প্রতীক মার্কায় মেয়র পদে ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়নের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি গতকাল চট্টগ্রাম কমার্স কলেজের প্রগতিশলী প্রাক্তন ছাত্র/ছাত্রী ঐক্য পরিষেদের নেতৃবৃন্ধকে সাথে নিয়ে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ, মোগলটুলী ও পাঠানটুলীতে হাতী প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথ সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। এ সময় কক্সবাজার জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আল হারুণ ছিদ্দিকীসহ কমার্স কলেজের সাবেক নেতৃবৃন্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।