২৯ অক্টোবর, ২০২৫ | ১৩ কার্তিক, ১৪৩২ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

জঙ্গি সন্দেহে ২ রোহিঙ্গাসহ ৬ জন আটক

কক্সবাজার শহরের একটি গেস্টহাউজ থেকে আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ জঙ্গি সন্দেহে ২ রোহিঙ্গাসহ ৬ জনকে আটক করেছে। শহরের কস্তুরা ঘাটের যমুনা গেস্টহাউজ থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গাদ্বয় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা শরনার্থী। শহরের বাঁকখালী নদীর তীরবর্তী এই গেস্টহাউজটির একটি কক্ষে বসে তারা গোপন সভা করাকালীন সময়েই পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গাদ্বয় হচ্ছে যথাক্রমে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের ৬৯৮ শেডের বাসিন্দা মৃত দীন মোহাম্মদের পুত্র মৌলভী ইয়াছিন (৩৬) ও একই শিবিরের আই ব্লকের নজির আহমদের পুত্র মৌলভী নুরুল আমিন।

আটক অপর তিনজন হচ্ছেন যথাক্রমে কক্সবাজার শহরের ইসলামপুর দক্ষিণ পাহাড়তলী এলাকার মোহাম্মদ আলীর পুত্র মৌলভী নুরুল হোসেন (৩৩) ও একই এলাকার মৃত লাল মিয়ার পুত্র নুরুল ইসলাম (৪৩) ও পাহাড়তলী বাদশাহঘোনা এলাকার রশিদ আহমদের পুত্র হাফেজ মোঃ ইলিয়াছ (৩৪)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক মানবচপাচারকারি দলের সদস্য বলে প্রতীয়মান হচ্ছে। সন্দেহ হচ্ছে, সাগর পথে জাহাজ যোগে মানব পাচারে তারা লিপ্ত রয়েছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের মোবাইল চেক করা হয়েছে। দেখা গেছে, তারা সবাই মোবাইলে ভাইবারে যোগাযোগ করেছে। তবে তারা জঙ্গিকাণ্ডে জড়িত কি না তা নিশ্চিত হওয়ার জন্য তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।