
কক্সবাজার সদরের চৌফলদন্ডি নতুনমহাল এলাকায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৬) নামে মাদরাসা শিক্ষক খুন হয়েছে।
শনিবার (৯জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কামারের দোকান এলাকায় সাইফুল ছুরিকাহত হন। রাত ৩ টার দিকে কক্সবাজারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার বদিউর রহমানের ছেলে এবং স্থানীয় রহমানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক।
এলাকাবাসী জানিয়েছে, সৎ ভাই ছুরত আলম, শামসুল আলম, রশিদ আহমদের সঙ্গে সাইফুলের জমিজমা বিষয়ে বিরোধ ছিল। তাদের ইন্ধনে স্থানীয় মুরতাজা হোসেনের ছেলে শাহাব উদ্দিনের নেতৃত্বে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।